Site icon janatar kalam

চলে গেলেন সি আই টি ইউ সম্পাদক পীযুষ নাগ

প্রয়াত হলেন রাজ্যের সি আই টি ইউ নেতা পীযুষ নাগ। বয়স ৮৪ বছর। তিনি সি আই টি ইউ সম্পাদকের পাশাপাশি পার্টির রাজ্য কমিটির সদস্য ছিলেন । অসুস্থতার কারণে উনার মৃত্যু হয়েছে বলে জানা যায়। ভোর ৫ তাই শেষ নিঃস্বাস ত্যাগ করেন তিনি । উনার জীবনকালে শ্রমিক আন্দোলনের প্রথম সারির নেতা ছিলেন এবং শ্রমিকদের স্বার্থে উনি সবসময় অগ্রণী ভূমিকা নিতেন। উনার নিথর মরদেহ প্রথমে বাড়িতে থেকে সি আই টি ইউ অফিস এবং পরে পার্টির সদর কার্যালয়ে তারপর ভানু ঘোষ স্মৃতি ভবনে নিয়ে আসা হয়। সেখানে উনার মরদেহে পুস্পস্তবক দিয়ে শেষ শ্রদ্ধা জানান পার্টির পুলিটব্যুরোর সদস্য তথা দলের বিরোধী দলনেতা মানিক সরকার, সিট্যু নেতা মানিক দেসহ দলের অন্যান্য বিধায়ক ও কর্মকর্তারা। উনার এই সময়ে চলে যাওয়া পার্টির অনেক বড় ক্ষতি বলে ব্যাক্ত করলেন নেতৃত্বরা।

Exit mobile version