Site icon janatar kalam

গোটা দেশের সাথে যথাযথ মর্যাদায় রাজ্যেও আয়োজিত হল সিপিআইএম কেন্দ্রীয় কমিটির 23 তম সম্মেলন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ-
কেরলের কন্নুর শহরে সিপিআইএমের ২৩তম কেন্দ্রীয় কমিটির সম্মেলন শুরু হয়েছে। সকাল ১০ টায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় কেন্দ্রীয় সম্মেলন এর কর্মসূচি। বুধবার সারাদেশের সবকয়টি সিপিআইএম কার্যালয়ে পতাকা উত্তোলন করে কেন্দ্রীয় সম্মেলন কে সহযোদ্ধা আনুগত্য প্রদর্শন করা হয়। এদিন সিপিআইএমের রাজ্য কার্যালয়ে পতাকা উত্তোলন করেন সিপিআইএম রাজ্য কমিটির সদস্য তথা বিধায়ক ভানুলাল সাহা তার সাথে কমিউনিস্ট পার্টি পশ্চিম জেলা কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন করা হয়।এই দিন তিনি সংবাদমাধ্যম এর মুখোমুখি হয়ে বলেন 5 দিন ব্যাপী পার্টি কংগ্রেস কর্মসূচি চলবে এবং সেখানে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে বলে জানান তিনি।

Exit mobile version