জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- মঙ্গলবার রাজধানী আগরতলার ১৫ নং ওয়ার্ডের উদ্যোগে বাসুদেব আশ্রমে স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি করা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ১৫ নং ওয়ার্ডের কাউন্সিলর নিবাস দাস। এদিন কাউন্সিলর নিবাস দাস সংবাদ মাধ্যমের মুখুমুখি হয়ে রাজ্যবাসীর প্রতি আবর্জনা যত্রতত্র স্থানে না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার আহবান রাখেন, কেননা আবর্জনা থেকে রোগ ছড়ায় পরিণত হয় মহামারীতে সুতরাং সমাজকে সুস্থ রাখতে , নিজ এলাকাকে এবং রাজ্যকে পরিষ্কার পরিছন্ন রাখা আমাদের দায়িত্ব ও কর্তব্য তাই অব্যর্জনা নির্দিষ্ট স্থানে ফেলার আহবান রেখেছেন বলে জানান তিনি। এদিনের কর্মসূচিকে কেন্দ্র উপস্থিত কার্যকর্তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষণীয়।