জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- মঙ্গলবার প্রদেশ কংগ্রেস ভবনে ৭ এপ্রিল জ্বালানি ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে যে কর্মসূচি হাতে নেওয়া হয়েছে সেই কর্মসূচিকে সফল করার লক্ষ্যে যুব কংগ্রেসের বৈঠক অনুষ্ঠিত হয়। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি বিরজিৎ সিনহা। এদিনের বৈঠকে সভাপতি বিরজিৎ সিনহা সাংবাদিকদের মুখুমুখি হয়ে জানান আগামী ৭ এপ্রিল আগরতলায় বিক্ষোভ হবে। কেননা প্রতিনিয়ত বাড়ছে পেট্রোল-ডিজেলের রান্নার গ্যাসের দাম। সিএনজি গ্যাসের দামও বেড়েছে। পেট্রোলের দাম বৃদ্ধি নিয়ে ক্ষোভের মুখে পড়েছেন সাধারণ মানুষ। জ্বালানির দাম যেমন বেড়েছে, তেমনি বেড়েছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামও। এই পরিস্থিতিতে দেশব্যাপী আন্দোলনে নামছে কংগ্রেস। তারই পরিপ্রেক্ষিতে আগামী ৭ এপ্রিল দেশের বিভিন্ন রাজ্যের সাথে রাজধানীতে বিক্ষোভ হবে। আগরতলায়ও এদিন অনুরূপ কর্মসূচি থাকবে।তিনি এদিন আরো বলেন, কংগ্রেস নেতা-কর্মীরা কংগ্রেস ভবনের সামনে জড়ো হবেন এবং প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেবেন। পরে তারা ডিজিপি কার্যালয়ের সামনে মিছিল করবে। কংগ্রেস ডিজিপিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে একটি স্মারকলিপি পেশ করবে। এদিকে, রাজ্য কংগ্রেস সভাপতি বলেছেন যে রাজ্যের চারটি আসনের উপনির্বাচনের জন্য কংগ্রেস প্রস্তুত।