Site icon janatar kalam

নিয়োগের দাবিতে গুরখাবস্তি স্বাস্থ্য দপ্তরে ডেপুটেশন প্রদান করলো ফার্মাসিস্ট বেকার যুবক যুবতীরা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- গত ডিসেম্বর মাসে রাজ্য ক্যাবিনেটে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে হোমিওপ্যাথি – ২২ ,আয়ুর্বেদিক – ২৫ , এলোপেথি – ৪১২ জন ফার্মাসিস্ট নিয়োগ করা হবে বলে , কিন্তু এই ঘোষণার পর থেকে কোন প্রকার পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না দপ্তরের পক্ষ থেকে। তারই পরিপ্রেক্ষিতে সোমবার রাজ্যের বিভিন্ন বিভাগের ফার্মাসিস্ট বেকাররা তাদের দ্রুত নিয়োগের দাবি নিয়ে রাজধানীর গুরখাবস্তি স্বাস্থ্য দপ্তরে তাদের দাবিগুলো নিয়ে ডেপুটেশন প্রদান করেন স্বাস্থ্য অধিকর্তার নিকট। এদিন এক বেকার যুবক সংবাদ মাধ্যমকে জানান মন্ত্রিসভার এই সিদ্ধান্তের পর থেকেই এখন পর্যন্ত কোন নোটিফিকেশন জারি করা হয়ই তাই বাধ্য হয়ে আজ ডেপুটেশন প্রদান করেছেন বলে , আর সরকারকে ১৫ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন তাদের দাবিগুলি মেনে তাদেরকে যেন দ্রুত নিয়োগের ব্যবস্থা করা হয়।

Exit mobile version