Site icon janatar kalam

যুদ্ধের মাঝেই রাশিয়ার অভিযোগ ইউক্রেনের বিরুদ্ধে

জনতার কলম প্রতিনিধি:- ভুখণ্ডের ভেতরে একটি জ্বালানির ডিপোতে হেলিকপ্টার আক্রমণ চালিয়েছে ইউক্রেন যুদ্ধের মাঝেই রাশিয়ার অভিযোগ ইউক্রেনের বিরুদ্ধে। এই অভিযোগের ভিত্তিতে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন যে তিনি তার সিদ্ধান্তের বিষয়ে পরবর্তীকালে আলোচনা করেন না। তিনি জানিয়েছেন যে, সামরিক বাহিনীর প্রধান হিসেবে তার সিদ্ধান্তের বিষয়ে তিনি শুধুমাত্র সামরিক বাহিনীর করতাদের সঙ্গেই কথা বলেন এবং অন্য কারোর সঙ্গেই তিনি এই বিষয়ে কথা বলেন না। তিনি আরও জানিয়েছেন যে রাশিয়া যেখানে আক্রমনের কথা বলছে সেই অঞ্চলে তারা নিজেরা অস্ত্র মজুত করে ইউক্রেনের ভুখণ্ডে আক্রমণ করছিল। এদিকে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রক জানিয়েছে যে ইউক্রেনের দুটি M-24 হেলিকপ্টার এই আক্রমণ চালিয়েছে। ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রি জানিয়েছেন যে এই জ্বালানি ডিপোতে আগুন লাগার ফলে রাশিয়ান সৈন্যবাহিনীর জন্য অস্ত্র এবং জ্বালানি সরবরাহ কমবে।

Exit mobile version