Site icon janatar kalam

রাজ্যের মানুষের স্বাস্থ্যের সুরক্ষিত রাখতে খাদি নিয়ে এলো খাদির উদ্যোগে তৈরি মাস্ক

এই করুন মুহুর্ত্বে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিলো ত্রিপুরা খাদি ও গ্রামোদ্যোগ ভবন। জানা যায় বৃহস্পতিবার খাদি বোর্ডের উদ্যোগে তৈরী মাস্ক বোর্ডের চেয়ারম্যান রাজীব ভট্টাচার্য্যের হাত দিয়ে আইজিএম এর মেডিকেল সুপারিন্টেন্ডেন্টের হাতে ৫০০টি মাস্ক তুলে দেন। পাশাপাশি আগামীদিনে রাজ্যের মুক্ষমন্ত্রীর হাতে খাদির তৈরী ১০০টি মাস্ক তুলে দেওয়ার কথা ওহ জানা যায় এবং রাজ্যের বিভিন্ন দপ্তরে খাদির তৈরী মাস্ক তুলে দেওয়ার আশ্বাস দেন খাদি বোর্ডের চেয়ারম্যান রাজীব ভট্টাচার্য্য।

Exit mobile version