জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- শনিবার বিলোনীয়া জওহর নবোদয় বিদ্যালয়ের নব নির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিনের উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন জাতীয় মানের প্যারামিটার অনুসারে সময়োপযোগী শিক্ষার সুযোগ সুনিশ্চিতকরণের লক্ষ্যে নবোদয় কেন্দ্রীয় বিদ্যালয় ও একলব্য বিদ্যালয়ের সুফল রাজ্যেও সফল ভাবে বাস্তবায়িত হচ্ছে l আত্ম অনুসন্ধিৎসু ভাবনায়, ইতিবাচকতাই সাফল্যে পথে গতি সঞ্চারিত করে l আধুনিক শিক্ষাব্যবস্থার সাথে সাযুজ্যপূর্ণ, জাতীয় শিক্ষা নীতির সংশোধনীর পাশাপাশি রাজ্যেও শিক্ষা ক্ষেত্রে গুচ্ছ পরিকল্পনা ছাত্র ছাত্রীদের কর্মোপযোগী শিক্ষা প্রদানের সুযোগ সম্প্রসারিত করছে l দেশ এবং সর্বোপরি রাজ্যের আগামীর গতিমূখ সম্পর্কে ছাত্র ছাত্রীদের সম্যক ধারণা থাকা আবশ্যক l