জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি: শুক্রবার উদয়পুর ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন রাজ্যসভার নবনির্বাচিত সাংসদ মানিক সাহা। পূজো দিয়ে তিনি রাজ্যবাসীর মঙ্গল কামনা করেন। এদিন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, গোমতী জেলা সভাপতি অভিষেক দেবরায়-সহ অন্যান্য কর্মীরা। রাজ্য বিজেপির সভাপতি এবং নবনির্বাচিত রাজ্যসভার সাংসদ মানিক সাহা বলেছেন, ত্রিপুরার একজন বিজেপি সাংসদের জন্য প্রথমবার রাজ্যসভায় যোগ দেওয়ার সুযোগ পাওয়া গর্বের বিষয়। তিনি বলেন, এটা নেতাকর্মীদের বিজয়। এছাড়া দলের পক্ষ থেকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা তিনি বিশ্বস্ততার সঙ্গে পালন করছেন বলে জানান। তবে এবার আরও দায়িত্ব যুক্ত হয়েছে। তিনি এর জন্য সর্বভারতীয় বিজেপি নেতা জেপি নাড্ডা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে ধন্যবাদ জানিয়েছেন। যেহেতু তিনি রাজ্যসভার সাংসদ হওয়ার সুযোগ পেয়েছেন, তাই আগামী দিনে ত্রিপুরা রাজ্যের সমস্যাগুলি সংসদে উত্থাপন করা হবে এবং সেগুলি সমাধানের চেষ্টা করা হবে। যে সকল উন্নয়ন কাজ অসমাপ্ত রয়ে গেছে তা শেষ করা হবে। তিনি বলেন, ত্রিপুরা, সেরা ত্রিপুরা ও মাদকমুক্ত ত্রিপুরা গড়তে তিনি সচেষ্ট থাকবেন।