জনতার কলম ত্রিপুরা কৈলাশহর প্রতিনিধি:- বৃহস্পতিবার পানীয় জলের দাবীতে কৈলাসহর কুমারঘাট মূল সড়কের উজান জলাই এলাকায় অবরোধ করে স্থানীয়রা। ব্যস্ততম সময়ে অবরোধের ফলে উভয় দিকে আটকে পড়ে কয়েক শতাধিক যানবাহন। অবরোধ এর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কৈলাশহর থানার বিশাল পুলিশ ও TSR বাহিনী সহ মহাকুমা প্রশাসনের আধিকারিকরা। দীর্ঘক্ষণ অবরোধ থাকার পর পানীয় জল ও স্বাস্থ্য বিধি দপ্তরের তরফ থেকে সংশ্লিষ্ট এলাকায় গাড়ি করে পানীয় জল পৌঁছে দেওয়া হলে অবরোধ তুলে নেয় স্থানীয়রা। স্থানীয়দের বক্তব্য জলাই গ্রাম পঞ্চায়েতের অধীন ৫ নং ওয়ার্ড এলাকায় বিগত এক মাস ধরে পানীয় জলের সমস্যা রয়েছে কয়েকদিন গাড়ি করে জল সরবরাহ করা হলেও পরবর্তী সময় জল সরবরাহ বন্ধ করে দেয় দপ্তর। গ্রাম পঞ্চায়েত সহ সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার জানানোর পরও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়নি তাই বাধ্য হয়ে তারা এই অবরোধ করে বৃহস্পতিবার। যান্ত্রিক ত্রুটির কারণে পানীয় জল সরবরাহ করা যাচ্ছে না তাহলে দপ্তর এর তরফ থেকে কেন গাড়ি করে সংশ্লিষ্ট এলাকায় জল সরবরাহ করা হয়নি সময়মতো সে নিয়ে প্রশ্ন তুলছে সচেতন মহল? সংশ্লিষ্ট এলাকার নাগরিকদের কেন বাধ্য করা হলো সড়ক অবরোধ করতে এর দায়ভার কি গ্রহণ করবে দপ্তর? এই অবরোধের ফলে স্কুল ও অফিস-আদালতের সময়ে দীর্ঘক্ষন আটকে থাকা যাত্রীসহ যানবাহনের এই ভোগান্তির দায়ভার কে গ্রহণ করবে? পানীয় জল স্বাস্থ্য বিধিদপ্তর কিংবা প্রশাসনের পানীয় জল মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আরো বেশি যত্নবান হওয়া উচিত বলে মনে করছে সংশ্লিষ্ট সচেতন মহল।