জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলবার ডঃ বি আর আম্বেদকর ইংলিশ মিডিয়াম স্কুলে তথ্য সংস্কৃতি দপ্তর এবং সত্যনিষ্ঠ কালচারাল সোসাইটির যৌথ উদ্যোগে আয়োজিত এক সাংস্কৃতিক কর্মশালার সমাপ্তী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের সমবায় মন্ত্রী রামপ্রসাদ পাল, ঢুকলি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান অজয় কুমার দাস, জেলাশাসক দেবপ্রিয় বর্ধন, তথ্য-সংস্কৃতি দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস, মহকুমা শাসক অসীম সাহা এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার ঘোষ। এদিনের অনুষ্ঠানে মন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন এটি একটি সংস্কৃতি শিক্ষণীয় কর্মশালা যে পাঁচটি বিদ্যালয়কে নিয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে তা সকলের নজর কারা বলে জানান। তাছাড়া এদিন মন্ত্রী আরও বলেন সমাজে বা এলাকায় প্রত্যেকের ঘরে ঘরে যে ছোট্ট ছোট্ট প্রতিভা লুকিয়ে রয়েছে যারা সঠিক পথপ্রদর্শক এর অভাবে নিজেদের প্রতিভা তুলে ধরতে পারছেন না কিংবা আমরা তাদেরকে সেইরকম সুযোগ করে দিতে পারছিনা, তাদেরকে তাদের প্রতিভা তুলে ধরার জন্য একটি প্ল্যাটফর্ম যেন সংস্থা করে দেয় তার আহবান রাখেন। এদিনের অনুষ্ঠানে সংস্কৃতি প্রিয় মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়।