Site icon janatar kalam

ধর্মঘটের বিরোধিতায় রাস্তায় নামলো মেয়র

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বিরোধী দল বামফ্রন্টের শ্রমিক সংগঠন সিআইটিইউ এবং অন্যান্য শাখা সংগঠনের যৌথ উদ্যোগে ডাকা কর্মনাশা ও সবনাশা ধর্মঘটকে বিরোধিতায় রাস্তায় নামলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার ও ২০নং ওয়ার্ডের কাউন্সিলর রত্না দত্ত সহ বিজেপি মন্ডলের কর্মকর্তারা। এদিন মেয়র দীপক মজুমদার সংবাদ মাধ্যমের মুখুমুখি হয়ে বলেন রাজ্যের মানুষ এখন বনধের রাজনীতিকে বিরোধিতা করছে , কেননা ধর্মঘটের ফলে কারুর কোনোদিন ভালো হয়নি। তাছাড়া রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবার পর থেকেই এই বনধের রাজনীতিকে উপেক্ষা করে চলছে এবং বিরোধী বামফ্রন্ট ডাকলেই যে মানুষ তাদের কাছে চলে যাবে সেটা নয় বরঞ্চ আজ মানুষ রাস্তায় বেরিয়ে এই ধর্মঘট না মানার বার্তা দিয়েছেন বলে জানান তিনি।

Exit mobile version