জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- কল্যাণপুর থানা এলাকার অমর কলোনি এলাকায় দুপুর ১২টা নাগাদ যান দুর্ঘটনায় গুরুতর আহত দুইজন। এলাকাবাসীর অভিযোগ করে জানায় অমর কলোনি এলাকায় দুটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়ে একটি অটো মালগাড়ি এলাকার বাসিন্দা কানু বণিকের বাড়িতে বাউন্ডারি ভেঙ্গে প্রবেশ করে, তখন সময় ওই বাড়ির এক মহিলা বাড়ির ভেতরে সাপ্লাইয়ের জলে স্নান করছিল, হঠাৎ গাড়িটি বিকট শব্দে মহিলাকে ধাক্কা মারলে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। খবর পেয়ে দমকলের ইঞ্জিন গিয়ে গাড়ির চালক রতন গোপ(৩৫) এবং অনিমা বণিক(৫৫) দুজনকে নিয়ে আসে কল্যাণপুর হাসপাতালে। যদিও অন্য গাড়িটি পালিয়ে যেতে সক্ষম হয়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।