Site icon janatar kalam

নিয়োগের দাবিতে সাংবাদিক বৈঠকে মিলিত হল TET যোগ্য বেকার যুবকরা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- মঙ্গলবার রাজধানী আগরতলা প্রেস ক্লাবে TET যোগ্য বেকার যুবকরা এক প্রেস কনফারেন্সে মিলিত হন। এদিনের প্রেস কনফারেন্সে TET যোগ্য বেকার যুবকরা একটি বৈধ প্রশ্ন উত্থাপন করেন যে শিক্ষা বিভাগে কোনও শূন্য পদ না থাকলে রাজ্য সরকার কেন 2019 সালে কেন্দ্রের কাছে মিথ্যা বলেছিল? এবং 2019 সালে, ত্রিপুরা সরকার শিক্ষকতার চাকরি প্রার্থীদের জন্য এককালীন শিথিলকরণ পরিচালনা করেছিল এবং কেন্দ্রীয় সরকারকে বলেছিল যে 12,222টি পদ খালি রয়েছে। তাই “আমরা সমস্ত TET যোগ্য বেকার ব্যক্তিদের অবিলম্বে নিয়োগের দাবি করছি , কেননা রাজ্যের স্কুলগুলি ভারী শিক্ষক সংকটের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাছাড়া চাকরি প্রত্যাশীরা বলেছেন যে তারা TET শংসাপত্র পাননি। পাশাপাশি “রাজনীতির সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা শুধু নিয়োগ দাবি করি এবং আমরা দাবি করি যে 2023 সালের নির্বাচনের আগে আমাদের নিয়োগ করা উচিত”,বলে অভিমত ব্যাক্ত করলেন TET যোগ্য বেকার যুবকরা।

Exit mobile version