জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- সোমবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে প্রদেশ কংগ্রেস ভবনে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এদিনের সভায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি বিরজিত সিনহা, কংগ্রেস নেতা আশীষ সাহা এবং বিল্লাল মিয়া সহ ব্লক কংগ্রেস ও কংগ্রেসের অন্যান্য শাখা সংগঠন এর নেতৃত্বরা। এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি বিরজিত সিনহা সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এদিনের সভার মূল তাৎপর্য সম্পর্কে অবগত করে বলেন, সভায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আগামী উপ নির্বাচনকে কেন্দ্র করে দলীয় কর্মসূচি কি থাকবে এবং সাংগঠনিক কর্মসূচি, তাছাড়া রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি চলছে হামলা হোজ্জুতি, নারী নির্যাতন তা রোধে কি ধরনের পদক্ষেপ নেওয়া যায় সেই বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হবে বলে জানান। এদিনের সভায় দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।