জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আমাদের পৃথিবীতে সমস্ত প্রানীর জীবনধারণের জন্য যে কয়েকটি গুরুত্বপূর্ণ আবশ্যিক উপাদান প্রয়োজন তার মধ্যে অন্যতম প্রধান হলো জল। পৃথিবীতে মানুষের বেঁচে থাকা, সভ্যতার উন্নতি সবকিছুর জন্যই জলের একান্ত প্রয়োজন আছে। জল ছাড়া জগতে মানুষ কেন, কোন প্রাণীর অস্তিত্বই কল্পনা করা যায় না । আমাদের দৈনন্দিন জীবনের প্রত্যেক মুহূর্তে আমরা জলের ওপর নির্ভর করেই বেঁচে থাকি। প্রাণী তথা উদ্ভিদজগতের অস্তিত্ব রক্ষার মূল উপাদানই হলো জল। তাই মানুষের জীবনে জলের অপরিসীম গুরুত্বকে মাথায় রেখে জল ব্যবহারের ব্যাপারে সচেতনতা অবলম্বন করা প্রয়োজন। তারই পরিপ্রেক্ষিতে 22 শে মার্চ বিশ্ব জল দিবস পালন করা হয়। এই দিনটি পালন করা মূল তাৎপর্য হলো জলের গুরুত্ব এবং কীভাবে এটি সংরক্ষণ করা যায় সেদিকে মনোযোগ দেওয়া, তাছাড়া ২০২২ সালের বিশ্ব জল দিবসের থিম হল “ভূগর্ভস্থ জল: অদৃশ্যকে দৃশ্যমান করা”। পাশাপাশি জলের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা এবং জল দূষন প্রতিরোধ করার পক্ষে শপথ নেওয়ার উদ্দেশ্যে দিনটি পালন করা হয়।