Site icon janatar kalam

কল্যাণপুরে তিনটি স্থানে আগুন লাগার ঘটনায় জনমনে চাঞ্চল্য ছড়ায়

জনতার কলম ত্রিপুরা, কল্যাণপুর প্রতিনিধি :-
কল্যাণপুরে তিনটি স্থানে আগুন লাগার ঘটনায় জনমনে চাঞ্চল্য। প্রাপ্ত খবরে দমকল বাহিনী সূত্রে জানা যায় গতকাল রাতে কোন এক সময় কল্যাণপুর থানা এলাকার অমরকলোনিতে যেই এলাকাটি কল্যাণপুর দমকল অফিসের পাশে। এখানে কে বা কারা জনৈক ব্যক্তির রাবার বাগানে আগুন লাগিয়ে দেয়। যার ফলে দ্রুততার সহিত আগুন গোটা বাগানে ছড়িয়ে পড়ে। বাগানের পাশেই ছিল অপু রায়ের বসতঘর। যদিও তৎকালীন সময়ে অপু রায়ের বাড়িতে কেউ ছিল না। যাইহোক দমকল বাহিনীর চেষ্টায় ওই বাড়িটি অল্পেতে রক্ষা পায়। প্রায় 10 লাখ টাকার ক্ষতির হাত থেকে রক্ষা পায় অপু রায়। অপরদিকে কল্যাণপুর থানা এলাকার গৌরাঙ্গ টিলা গ্রামের বাসিন্দা বিচিত্র দেববর্মার রাবার বাগানে কে বা কারা আগুন লাগিয়ে দেব নাশকতামূলক। এতে করে প্রায় উনার এক লাখ টাকার ক্ষতি হয় বলে জানা যায়। কল্যাণপুর থেকে দমকল বাহিনী ছুটে গিয়ে আগুন আয়ত্তে আনে। অন্যদিকে বৃহস্পতিবার সকালে কল্যাণপুর থানা এলাকার রতিয়া গ্রামের তরুণী দাস পাড়াতে গৌতম দাসের বাড়িতে বিয়ের কাজ চলছিল। এমতাবস্থায় একটি গ্যাস সিলিন্ডার লিক করে এবং আগুন উঠতে থাকে। দমকল কর্মীদের চেষ্টায় বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় তরুণী দাশপাড়ার গোটা গ্রাম। পরপর আগুন লাগার ঘটনায় জনমনে বেস্ট চাঞ্চল্য ছড়ায়।

Exit mobile version