Site icon janatar kalam

অ্যানিমিয়া রোগ নিয়ে কল্যাণপুর স্বাস্থ্য দফতরের উদ্যোগে সেমিনার

জনতার কলম ত্রিপুরা, কল্যাণপুর প্রতিনিধি :-
আজাদী কা অমৃত মহোৎসব এর অঙ্গ হিসাবে আজ বুধবার কল্যাণপুর স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে আশা কর্মী ও অঙ্গনওয়ারী কর্মী এবং এম পি ডব্লিউ অঙ্গনওয়াড়ি সহায়িকাদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার বেলা এগারোটায় লোটাস কমিউনিটি হলে এই সভার উদ্বোধন করেন বিধায়ক পিনাকী দাস চৌধুরী। এছাড়া ও ছিলেন ব্লক চেয়ারম্যান সোমেন গোপ, কল্যাণপুর হাসপাতালের ইনচার্জ ডাক্তার সন্দীপ চক্রবর্তী প্রমুখ। এদিন আশা কর্মী ও অঙ্গনওয়ারী কর্মী দের করোনা পরিস্হিতিতে ভালো কাজ করার জন্য সার্টিফিকেট প্রদান করা হয়। বিধায়ক পিনাকী দাস চৌধুরী তার বক্তব্যে দেশের প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে কিভাবে কোরোনার মোকাবিলা করা হয়েছে তা বিবৃত করেন। আট জন কে বেস্ট আশা কর্মী হিসেবে পুরস্কৃত করা হয়। পুরস্কার প্রদান করা হয় চারজন এম পি ডব্লিউ একজন এম পি এসকে। বেস্ট অ্যাওয়ার্ড পায় দক্ষিণ দুর্গাপুর উপস্বাস্থ্য কেন্দ্র। পাশাপাশি অ্যানিমিয়া রোগ কি এবং কি কারণে ছড়ায় বা তার থেকে উত্তরণের পথ কি এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়।

Exit mobile version