জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- বুধবার জাতীয় ভ্যাক্সিনেশন ডে পালিত হলো রামনগর ৯ নম্বরস্থিত আয়ুস সেন্টারে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, কাউন্সিলর অলক রায়, কাউন্সিলর স্নিগ্ধা দাস দেব। এদিন স্বাস্থ্য পরিষেবার সঙ্গে জড়িতদের সম্বর্ধনা প্রদান করা হয়। এদিন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত বক্তব্য রাখতে গিয়ে বলেন আমরা জানি ভ্যাক্সিনেশন ডে বছরের একটি দিনকে কেন্দ্র করে পালন করা হয় , কিন্তু প্রতিনিয়ত একজন মানুষকে সুস্থ থাকার জন্য সুস্থ রাখার জন্য স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন রোগ থেকে বাঁচার জন্য এই ভ্যাক্সিনেশন করানো হয়। সেইদিক থেকে জনসাধারণকে সচেতন করার যে ভূমিকা বিভিন্ন সাস্থ্য কর্মীরা পালন করছে তার জন্য তাদেরকে ধন্যবাদ জানান এবং সকলকে তাদের পাশপাশি এধরণের গুরুত্বপূর্ণ কাজে এগিয়ে আসা খুবই জরুরি বলে অভিমত ব্যাক্ত করেন। এদিনের অনুষ্ঠানে আশা কর্মী , অঙ্গনওয়াড়ি কর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয়।