জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- পুলিশ ব্যবস্থা না নিলে সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে প্রতিরোধ করবে কংগ্রেস। রাজ্য কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা সাংবাদিক বৈঠকে এই ঘোষণা দেন। সম্প্রতি পাঁচ রাজ্যের নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই ত্রিপুরার কংগ্রেস নেতা-কর্মীদের বাড়িতে হামলা চালাচ্ছে দুর্বৃত্তরা। টাকা আদায়ের পাশাপাশি বাড়িতে হামলার হুমকিও দিচ্ছে কথিত দুর্বৃত্তরা। ঘটনার পর যেসব স্থানে মামলা হয়েছে সেখানে প্রশাসনের কাছে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। তিনি আরও বলেন যে আগামী 22শে মার্চ কংগ্রেসের একটি বর্ধিত সভা রয়েছে, যখন কংগ্রেস সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদে ডিজিপির অফিসের সামনে ধর্না দেবে তা নির্ধারণ করা হবে। তিনি হুঁশিয়ারি দেন, এসব বন্ধ না হলে ত্রিপুরায় নিষেধাজ্ঞার ডাক দিয়ে প্রতিরোধ গড়ে তুলবেন কংগ্রেস নেতা-কর্মীরা।