Site icon janatar kalam

আরো চাকুরির দরজা খুলে দিলো রাজ্য সরকার সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভায়

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- শুক্রবার রাজ্য সচিবালয়ে এক সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে নিয়োগ সংক্রান্ত তথ্য তুলে ধরলেন রাজ্যের তথ্য-সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, এদিন তিনি বলেন ৪০০ পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার, ২০০ স্পেশাল এডুকেটর ও রাজ্যে ন্যাশনাল ‘ল’ ইউনিভার্সিটিতে টিপিএসসি এর মাধ্যমে ৪০০ পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার ও বিদ্যা জ্যোতি বিদ্যালয় প্রকল্পের আওতায় ১০০ টি স্কুলের জন্য ২০০ স্পেশাল এডুকেটর নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা। স্পেশাল এডুকেটর নিয়োগ হবে টেট প্রক্রিয়ার মাধ্যমে। পাশাপাশি রাজ্যের প্রথম ‘ল’ ইউনিভার্সিটি তৈরির ক্ষেত্রেও অনুমোদন দিয়েছে মন্ত্রীসভা বলে জানান তিনি।

Exit mobile version