জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আজ গন্ডাছড়া কবিগুরু উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের জনজাতি ছাত্রদের জন্য নির্মিত ৫০ শয্যা বিশিষ্ট ছাত্রাবাসের উদ্বোধন হলl এদিন ছাত্রাবাস টির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তাছাড়া উপস্থিত ছিলেন উপজাতি কল্যাণ মন্ত্রী মেবার কুমার জমাতিয়া। এদিন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন পরিবর্তিত সময়ের সঙ্গে শিক্ষা ব্যবস্থার সামঞ্জস্যপূর্ণ অত্যাধুনিকিকরণের দ্বারা সার্বিক উন্নয়নে গুচ্ছ পরিকল্পনা সফল রূপায়িত হচ্ছে l বিশেষ করে লক্ষ্য প্রকল্প, একলব্য বিদ্যালয়, জনজাতি ছাত্রাবাস, সিবিএসই বিদ্যালয়-সহ জনজাতি ছাত্রছাত্রীদের শিক্ষার সুযোগ সম্প্রসারণ আমাদের প্রাধান্যের ক্ষেত্র l তবে, শ্রেণীকক্ষে বা বিদ্যালয়ের প্রার্থনা সভায় আলোচনা দ্বারা শিক্ষা ক্ষেত্রে গৃহীত পদক্ষেপ সম্পর্কে, ছাত্র ছাত্রীদের সম্যক ধারণা প্রদানে, শিক্ষক শিক্ষিকাদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ আবশ্যক বলেl এদিনের অনুষ্ঠানকে কেন্দ্র করে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ ছিল লক্ষণীয়।