Site icon janatar kalam

অনুষ্ঠিত হল এস পি ও দের পাসিং আউট অনুষ্ঠান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বৃহস্পতিবার এডি নগর পুলিশ মাঠে অনুষ্ঠিত হলো এসপি ওদের পাসিং আউট অনুষ্ঠান। এই অনুষ্ঠান উপলক্ষে এসপিও ক্যাডেটরা প্যারেড প্রদর্শন করেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা এসপি বি জগদীশ্বর রেড্ডি। এদিন তিনি বক্তব্য রাখতে গিয়ে সর্বপ্রথম দশদিনের প্রস্তুতিতে এত সুন্দর প্যারেড প্রদর্শন করার জন্য এসপি ওদের ধন্যবাদ জানান এবং প্রশিক্ষকদের প্রতিও ধন্যবাদ জ্ঞাপন করেন তারপর দশদিনের প্রস্তুতিতে এত সুন্দর কাজ করার পর এখান থেকে যেখানেই তাদের পোস্টিং পড়বে সেই জায়গায় নিষ্ঠার সহিত এরা নিজ দায়িত্বে সচল থাকবেন বলে আশা ব্যক্ত করেন।

Exit mobile version