Site icon janatar kalam

আজাদী কা অমৃত মহোৎসবে প্রদর্শনী কৈলাশহরে

জনতার কলম ত্রিপুরা আগরতলা, 6 মার্চ,…. ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন ফিল্ড আউট্ রিচ ব্যুরো কৈলাশহর শাখার উদ্যোগে আজাদী কা অমৃত মহোৎসব উপলক্ষে আয়োজন করা হয় এক প্রদর্শনীর | একইসঙ্গে করোনা বিধি নিষেধ ও সচেতনতা মূলক এক আলোচনা চক্রের আয়োজন করা হয়| ঊনকোটি জেলার কৈলাশহর মহকুমার চিনি বাগান ভিলেজ কমিটির চিনি বাগান উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য খাদি বোর্ডের বোর্ড অফ ডিরেক্টর তথা বিশিষ্ট সমাজসেবী রঞ্জন সিনহা | বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী জোসেফ ডারলং | সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সহ- সভাধিপতি শ্যামল দাস,.. বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডাক্তার অরূপ চক্রবর্তী| অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন ফিল্ড আউট্ রিচ ব্যুরো কৈলাশহর ও আগরতলা শাখার আধিকারিক এইচ কে চ্যাং | এদিন অনুষ্ঠানকে আনন্দমুখর করে তুলতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্বাধীনতা সংগ্রামের উপর একটি নাটক পরিবেশন করেন সরোজ নীলকন্ঠ সোশ্যাল এন্ড কালচারাল অর্গানাইজেশনের শিল্পীবৃন্দ | এখানে আলোচনার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্যুইজ কম্পিটিশন ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয় | ক্যুইজ কম্পিটিশনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা | অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্র ছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয় | 5 মার্চ ফিল্ড আউট্ রিচ ব্যুরো কৈলাশহর শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের ভূয়শী প্রশংসা করেন উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ | অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয় | সামাজিক দূরত্ব বিধি মেনে অনুষ্ঠান পরিচালনা করা হয় |

Exit mobile version