Site icon janatar kalam

করোনা আতঙ্কের মাঝেও নিজ বাড়িতে সেরে নিচ্ছেন চরক পূজা

রাজধানীর নানা প্রান্তে চৈত্র সংক্রান্তির দিনে প্রতিবছর দেখাযেত চরক পূজার ধুম। রাজধানীর প্রতাপগড় ইংলিশ মিডিয়াম স্কুল মাঠে এই পূজার আয়োজন দেখা যেত। কিন্তু এবছর ব্যতিক্রমী চিত্র পরিলক্ষিত হয়েছে। রাজ্যের লক ডাউন ও স্যোশাল ডিস্টেন্সেকে মান্যতা দিয়ে নিয়ম বিধি রক্ষার্থে ঐ এলাকার মানুষরা নিজ বাড়িতেই সেরে নিয়েছেন এবারের চরক পূজা।

Exit mobile version