জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- শনিবার আগরতলার তিপ্রামথা দলের পক্ষ থেকে আগামী ১২ই মার্চ আস্তাবল ময়দানে যে জনসভার আয়োজন করা হয়, সেই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন আগরতলার ভোলাগিরিস্থিত বেসরকারি একটি প্রতিষ্ঠানে। এই দিনের বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ডেপুটি সি ই এম অনিমেষ দেববমা, তিপ্রামথার সভাপতি বিজয় রাংখল,তিপ্রামথার চেয়ারম্যান তথা এমডিসি প্রদ্যুৎ কিশোর দেব বর্মন সহ স্বশাসিত জেলা পরিষদের জেলা স্কুলের কার্যকর্তা ও মহিলা কার্য কর্তারা। আগামী ১২ মার্চ স্বামী বিবেকানন্দ ময়দানে জনসভায় কিভাবে লোক জমায়েত করবেন এবং ভিলেজ কাউন্সিল নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এদিন মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন জানান ৩১শে মার্চ এর পরে যদি ভিলেজ কাউন্সিল গঠন না করা হয় তাহলে এডিসির খাতে বরাদ্দ অর্থ এডিসিতে যাবে না যার ফলে জনসাধারণ ব্যাপক সমস্যার সম্মুখীন হবে, তাই ভিলেজ কাউন্সিল নির্বাচন যত দ্রুত সম্ভব করা উচিত বলে অভিমত ব্যক্ত করেন। কেননা যদি উত্তর প্রদেশ, মনিপুর, আসাম এবং আগরতলায় যদি পুরনিগম নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে এডিসি এলাকায় এমন কি ভাইরাস রয়েছে? যার ফলে এডিসি এলাকাগুলিতে নির্বাচন করা যাবে না বলে প্রশ্ন ছুড়ে দেন।