Site icon janatar kalam

গান্ধীগ্রাম এলাকার ৪জনের রিপোর্ট জানালো স্বাস্থ্যকর্মীরা

গত ১৮তারিখ রাজ্যে আশা করোনা সংক্রমিত মহিলার সাথে একই ট্রেনের বগিতে গান্ধীগ্রামের রাজনগর এলাকার ১জন ও মধ্যপাড়ার ৩জনকে হোম কোয়ারান্টিনে রাখা হয়েছিল। গোটা পরশুদিন ভাগৎসিং যুব আবাসে তাদের রক্তের নমুনা পরীক্ষা করা হয় এবং তাদের রিপোর্ট করোনা নেগেটিভ বলে জানা যায়। এরই পরিপেক্ষিতে স্বাস্থ্য কর্মীরা সোমবার ওই ৪জনের বাড়িতে গিয়ে তাদের রিপোর্ট জানিয়ে আসার পাশাপাশি তাদের আরো ১৪দিনের হোম কোয়ারান্টিনে এখনো বজায় রয়েছে বলে জানিয়ে দেওয়া হয়। তাছাড়া রাজ্যের করোনা পজেটিভ ২জন ব্যাক্তি বর্তমানে সুস্থ আছে বলে জানা যায়।

Exit mobile version