Site icon janatar kalam

৯৬টি পরিবারের ২৬৯ জন ভোটারের উন্নয়নের শিবিরে যোগদান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বর্তমান রাজ্য সরকারের উন্নয়নমূলক কর্মযজ্ঞে অনুপ্রাণিত হয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে শাসকদলে যোগদানের হিড়িক। সে দিক দিয়ে বাদ নেই পশ্চিম ত্রিপুরা জেলাও। শুক্রবার ১০-মজলিশপুর বিধানসভা কেন্দ্রের রানীর বাজার পৌর পরিষদের অন্তর্গত ১১,১২,১৩,১৪ নং বুথের ৯৬টি পরিবারের ২৬৯ জন ভোটার সিপিআই(এম) দলের সাথে সকল ধরণের সম্পর্ক ছিন্ন করে নরেন্দ্র মোদীজি’র “সবকা সাথ সবকা বিকাশ” -এর উপর আস্থা রেখে দেশের ও রাজ্যের সার্বিক উন্নয়নে কাজ করার শপথ নিয়ে মজলিশপুর কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরীর হাত ধরে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। এদিনের যোগদান সভায় বক্তব্য রাখতে গিয়ে এলাকার বিধায়ক সুশান্ত চৌধুরী বলেন কাউকে জোর জবরদস্তি করে মিছিল-মিটিংয়ে হাঁটিয়ে দলভারী করার কোন প্রয়োজন নেই, কেননা যদি এমনটা হত তাহলে আজ ভারতীয় জনতা পার্টি সরকার গঠন করত না। যে মন দিয়ে দলকে ভালবাসবে সে আপনে- আপ চলে আসবে। তাছাড়া করোনা ভ্যাকসিন নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব অনুরোধে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজ্যে ভ্যাকসিন প্রদান করেছেন এবং তা দল-মত নির্বিশেষে সকলকেই বিনামূল্যে দেওয়া হয়েছে, কিন্তু আজ যদি বামফ্রন্ট ক্ষমতা থাকতো তাহলে কে সিপিআইএম কে অন্য দলের তা বাছাই করে ভ্যাকসিন দিত বলে অভিমত ব্যক্ত করেন। এদিনের যোগদান সভায় দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

Exit mobile version