Site icon janatar kalam

বাড়তে পারে লক ডাউন ইঙ্গিত শিক্ষামন্ত্রীর

লক ডাউন শেষের আর মাত্র দুইদিন। তারপর লক ডাউন বাড়বে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। রবিবার মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান এটা সম্পূর্ণ সরকারের সিদ্ধান্ত বলে জানান। তাছাড়া এদিন সরকারি স্টোরে ও বাজারে মজুত খাদ্য সামগ্রীর পরিমান তুলে ধরেন শিক্ষামন্ত্রী। তিনি জানান আটা সরকারি স্টোরে রয়েছে ৭৮দিনের এবং বাজারে রয়েছে ১১ দিনের, চাল সরকারি স্টোরে রয়েছে ৫৮দিনের এবং বাজারে রয়েছে ১৫ দিনের, ডাল সরকারি স্টোরে রয়েছে ৩৯ দিনের এবং বাজারে রয়েছে ১২দিনের, পাশাপাশি খাবারের তেল বাজারে রয়েছে ৫৮দিন ও লবন সরকারি স্টোরে রয়েছে ১৯দিনের এবং বাজারে রয়েছে ২৪দিনের , রান্নার গ্যাস রয়েছে রাজ্যে মজুত ১৩,৯২১টি সিলিন্ডার। তাছাড়া তিনি এদিন আরো জানান লকডাউন যদি কন্টিনিউ হয় তাহলে ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে রাজ্যের শিক্ষাত্রীদের পড়াশুনার ব্যবস্থা করা হবে বলে জানান এবং রাজ্যের ডিস্ট্রিক্ট , এজিএমসি, আইজিএম ,ও সেন্ট্রাল স্টোরে মেডিকেল কীট পর্যাপ্ত পরিমান রয়েছে সুতরাং লকডাউন হলেও আতঙ্কিত হওয়ার কোন কারন নেই বলে জানান শিক্ষামন্ত্রী ।

Exit mobile version