Site icon janatar kalam

ছাত্রছাত্রীদেরকে ৫০০ টাকা করে স্কলার্শিপ প্রদান করা হবে – শিক্ষামন্ত্রী.. বিস্তারিত পড়ুন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- দেশ এবং রাজ্যে যে নেশার সমস্যা রয়েছে তার সমাধান একমাত্র শিক্ষা, প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে। শিক্ষিত হয়ে যে সমস্ত প্রশংসা পত্রটি পাওয়া যাবে সেটি যেন বোঝা না হয়। বৃহস্পতিবার আগরতলার মহারানী তুলসীবতি দ্বাদশ শ্রেণীর বালিকা বিদ্যালয়ে বিজ্ঞানমনস্ক বিজ্ঞান মেলার আয়োজন বিজ্ঞান প্রদর্শনী গণিত এবং পরিবেশ। এ অনুষ্ঠানের উদ্বোধন করলেন রাজ্যের শিক্ষা মন্ত্রী রতন লাল নাথ তাছাড়া উপস্থিত ছিলেন শিক্ষা অধিকর্তা চাঁদনী চন্দন, বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা। ফিতা কেটে বিজ্ঞান প্রদর্শনী মেলা উদ্বোধন করে মন্ত্রী ছাত্র-ছাত্রীদের দ্বারা বিভিন্ন মডেল গুলো পরিদর্শন করেন। রাজ্য সরকার ছাত্র-ছাত্রীদেরকে বিজ্ঞানে অনুপ্রাণিত করার জন্য এনসিআরটি গাইড লাইন অনুসারে ৩৪ টি সংস্কার করা হয়েছে। আমাদের রাজ্যে ছেলেমেয়েরা বিজ্ঞান ও গণিত দুর্বল। রাজ্য সরকার দশম শ্রেণি ছাত্র-ছেলেমেয়েদেরকে ৪০০ ছাত্র-ছাত্রীদেরকে ১৫ মাসের জন্য বিজ্ঞান ও গনিতে জন্য ৫০০ টাকা করে স্কলার্শিপ দেওয়া হচ্ছে যাতে করে ছাত্র-ছাত্রীরা এই বিষয়ে উদ্যোগী নেয়। গত মাস থেকে বিজ্ঞান ও গণিতে উন্নত শিক্ষার জন্য ষষ্ঠ শ্রেণির ২০০ ছাত্রছাত্রীকে ৪০০ টাকা করে স্কলারশিপের ব্যবস্থা করছেন রাজ্য সরকার। রাজ্যের ধনী-গরীব ছাত্র-ছাত্রীদের জন্য বিজ্ঞান নিয়ে আরো এগিয়ে যেতে পারে সেদিকে লক্ষ্য রেখে রাজ্য সরকারের শিক্ষা দপ্তর এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে এবং রাজ্যের শিক্ষার পরিকাঠামো তার পাশাপাশি ছাত্র-ছাত্রীদেরকে বিজ্ঞানমনস্ক করে তোলার জন্যই এ ধরনের সিদ্ধান্ত বলে জানান রাজ্যের শিক্ষা মন্ত্রী রতন লাল নাথ

Exit mobile version