Site icon janatar kalam

১৫বছরের একটি মেয়ে ত্রান দাতার ভূমিকায় গরিবদের মাঝে

এবার রাজ্যের মানুষের নজর কাড়লো ১৫বছরের একটি মেয়ে নাম তার গুনগুন বিশ্বাস। জানা যায় মেয়েটি ডনবস্কো স্কুলে অষ্টম শ্রেনীতে পড়ুয়া। উল্লেক্ষ রাজ্যে যখন এই সংকটময় পরিস্থিতিতে বিভিন্ন সংস্থা সংঘটন গরীব দুস্থদের মাঝে খাবার সামগ্রী বিতরন করে চলেছে তখন ঠিক এই সময়ে গুনগুন তার জমানো টাকা দিয়ে আড়ালিয়া বিদ্যাসাগর এলাকার গরীব ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করতে দেখা যায়। স্বল্প বয়সের একটি মেয়ের এরূপ মানুষিকতা সত্যি আমাদের শিখিয়ে গেলো মানুষ মানুষের জন্য কিভাবে এগিয়ে আশা উচিত ?

Exit mobile version