Site icon janatar kalam

সপ্তম বেতনক্রমের স্বদর্থক প্রভাব, বিভিন্ন পদক্ষেপের ইতিবাচক প্রভাব জওয়ানদের কথোপকথণে প্রতিফলিত- মুখ্যমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বৃহস্পতিবার খোয়াই জেলার অন্তর্গত চাকমাঘাট টিএসআর ১২ ব্যাটেলিয়ন হেড কোয়াটার পরিদর্শনে যান রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব l এদিন সৈনিক সম্মেলণে জওয়ানদের সাথে মত বিনিময়ের মাঝে বাস্তবিক অভিজ্ঞতা সঞ্চয়ের সুযোগ গ্রহণ করেন মুখ্যমন্ত্রী l এদিন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন সপ্তম বেতনক্রমের স্বদর্থক প্রভাব, পোশাকের নতুনত্ব বিভিন্ন পদক্ষেপের ইতিবাচক প্রভাব জওয়ানদের কথোপকথণে প্রতিফলিত l এক সময়ে সন্ত্রাসের দৌড়াত্বপূর্ণ গন্ডাতুইসা (পূর্বতন গন্ডাছড়া) সহ অন্যান্য প্রান্তিক এলাকায় সরকারি কর্মচারীদের কর্মনিযুক্তি শাস্তিমূলক হিসেবে পরিগণিত হতো। কিন্তু এখন সেই অঞ্চলে পরিকাঠামো উন্নয়ন, অত্যাধুনিক স্বাস্থ্য পরিষেবা, সড়ক, পরিশ্রুত পানীয় জল, শিক্ষা সহ বহুমুখী বিকাশে সেই অঞ্চলেই কর্মক্ষেত্রে যোগাদানে আগ্রহ প্রকাশ করছেন বলে অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী।

Exit mobile version