Site icon janatar kalam

বর্তমান দুর্যোগের সময়ে গরীব মানুষের পাশে ধনীদের দাড়ানোর জন্য আবেদন রাখলেন বিজেপি সদর জেলা সভাপতি ড: অলক ভট্টাচার্য্য

লক ডাউনে দুস্থ মানব সেবায় ধনবানদের আরো বেশি করে এগিয়ে আসার জন্য আবেদন রাখলেন সদর জেলার সভাপতি ড: অলক ভট্টাচার্য্য মহোদয়। রবিবার ১৩প্রতাপগড় আড়ালিয়ার পঞ্চবটি বাজারে এস ডি ভি এনজিও এবং এস ডি ভি এফ গ্রূপের যোথ উদ্যোগে ওই এলাকার দুস্থ গরিব মানুষের অন্যের যোগান করলেন। এই সামাজিক কর্মসূচিতে উপস্থিত হয়ে ড: অলক ভট্টাচার্য্য বলেন শ্রমজীবী মানুষের পরিশ্রমেই ধনবানদের অর্থ ভান্ডার পূর্ণতা পায়। সুতরাং এই সময়ে সকল গরিব মানুষদের পাশে দাড়ানো ধনী শ্রেণীর মানুষদের ঐকান্তিক কর্তব্য। সেই সঙ্গে তিনি আজকের উদ্যোক্তাদের এই কর্মসূচি আগামীদিনে ও চালিয়ে যাওয়ার অনুরোধ রাখলেন ।

Exit mobile version