Site icon janatar kalam

দোষীদের বিরুদ্ধে আইনানুগ মোক্ষম ব্যবস্থা গ্রহণ করা হবে – মুখ্যমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- গতকাল শাসক বিজেপি ও বিরোধী কংগ্রেসের সংঘর্ষে আহত হওয়া শাসক দলের কর্মীদের দেখতে রবিবার জিবি হাসপাতালে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং তাদের পরিবার পরিজনদের সাথে কথা বলেন তিনি। এদিন মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের মুখুমুখি হয়ে বলেন ষড়যন্ত্রমূলকভাবে রাজ্যের আইন-শৃঙ্খলা বিঘ্নিত করার প্রয়াস ও ত্রিপুরার পুন্য ভূমিতে গুন্ডাগিরি কোনো মূল্যেই বরদাস্ত করা হবেনা l পূর্ব পরিকল্পিত ভাবে, জাতীয় কংগ্রেস আশ্রিত রাজ্যের কুখ্যাত দুষ্কৃতী ও সমাজদ্রোহীদের দ্বারা ইট পাটকেল , বিস্ফোরক, পেট্রোল বোমা দ্বারা পুলিশ ও সাধারণ নাগরিকদের উপরে আক্রমন চালানো হয় l জন প্রত্যাখাত বিক্রগ্রস্থ একাংশ রাজনৈতিক কারবারির ইন্ধনে নেশা করবারি, খুনের মামলায় অভিযুক্ত সহ ঘৃণ্য অপরাধ কাণ্ডের সাথে যুক্ত ব্যক্তিদের দ্বারা এই ন্যাক্কারজলন ঘটনার আইনানুগ মোক্ষম ব্যবস্থা গ্রহণ করা হবে l তাছাড়া এদিন তিনি আরো বলেন ইতিমধ্যেই চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করার প্রক্রিয়া চলছে l রাজ্যের শান্তি ও উন্নয়নের ধারার প্রতিবন্ধকতা তৈরীর প্রয়াসকে কড়া হাতে মোকাবিলা করা হবে l

Exit mobile version