জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- বৃহস্পতিবার গভীর রাতে প্রয়াত হলেন সিপিআইএম নেতা নারায়ণ রুপিনী। শুক্রবার দলের তরফ থেকে তাকে শেষ শ্রদ্ধা জানানো হয় আগরতলা টাউন হলে। এদিন সীতারাম ইয়েচুরি, প্রকাশ কারাত, বিরোধী দলনেতা মানিক সরকারসহ পার্টির কার্য কর্তারা তাকে শেষ শ্রদ্ধা জানায়। সি পি আই এম পার্টির রাজ্য সম্মেলন চলছে টাউন হলে। সেখানেই শ্রদ্ধা জ্ঞাপন করে তারা মৃতদেহ নিয়ে আসার পর। তারপর সেখান থেকে মরদেহ নিয়ে যাওয়া হয় রাধানগর হিন্দি স্কুল সংলগ্ন উনার নিজ বাড়িতে।সেখান থেকে নিয়ে যাওয়া হয় বিধানসভায়।সেখানে শেষ শ্রদ্ধা জানালেন বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী ও মুখ্য সচেতক কল্যাণী রায় সহ অন্যান্যরা। তারপর নিয়ে যাওয়া হয় মহাকরণে।সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানালেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ সহ অন্যান্যরা।এরপর নিয়ে যাওয়া হয় এডিসি মুখ্য কার্যালয়ে। সেখান থেকে জিরানিয়া ভিভো দাসপাড়া তার নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়।সেখানে তার অন্তিম কাজ সম্পন্ন করা হবে বলে জানা গিয়েছে।তার মৃত্যুতে শোকাহত দল।