জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- রানিরখামার বাজারের তাপস সরকার নামক জৈনেক ব্যাবসায়ীর দুস্কৃতিকারীদের দ্বারা ভাংচুর করা দোকান পরিদর্শনে যান তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তথা বাধারঘাট এলাকার প্রদেশ কংগ্রেসের প্রাক্তন বিজিত প্রার্থী রতন দাস। জানা যায় গতকাল কিছু দুকৃতিকারীদের দ্বারা রানিরখামার বাজারে তাপস সরকার এর দোকান ভাংচুর করা হয় , সেই ঘটনার খবর পেয়ে আজ প্রাক্তন কংগ্রেস বিজিত প্রার্থী তথা বর্তমান তৃণমূল কংগ্রেস নেতৃত্ব রতন দাস, এদিন তিনি সংবাদ মাধ্যমের মুখুমুখি হয়ে বলেন এই পরিদর্শনের পর ঘটনার ষষ্ঠ তদন্তের দাবিসহ দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং কঠোর শাস্তি প্রদানের দাবি জানিয়ে আমতলী থানায় মামলা করা হবে বলে। এদিনের পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা তপন দত্তসহ অন্যান্য কংগ্রেস নেতৃত্বরা।