Site icon janatar kalam

বিরোধী সিপিআইএমের সমাবেশ ঘুমিয়ে কাটালো কর্মী সমর্থকরা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- সিপিএম- র ২৩ তম রাজ্য সম্মেলনকে সামনে রেখে বৃহস্পতিবার স্বামী বিবেকানন্দ ময়দানে হয় সমাবেশ। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে নারী- পুরুষ- যুবক- যুবতী আসেন। শহরের বিভিন্ন এলাকা থেকে মানুষ মিছিল করে সমাবেশে যোগ দেন। তা সত্বেও বিরোধী সমাবেশ সম্পূর্ণভাবে ব্যার্থ বলা চলে, কেননা সমাবেশে যখন দলের কেন্দ্রীয় নেতৃত্ব থেকে শুরু করে রাজ্যের হেভিওয়েট নেতৃত্বরা বক্তব্য রাখছিলেন তখন দলীয় সমর্থকদের ঘুমিয়ে থাকার চিত্র ধরা পড়ে। এদিনের সমাবেশে উপস্থিত ছিলেন সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, পলিট ব্যুরো সদস্য প্রকাশ কারাত, মানিক সরকার, সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, কেন্দ্রীয় কমিটির সদস্য অঘোর দেববর্মা সহ অন্যান্যরা। সমাবেশে আলোচনা করতে গিয়ে বিজেপি জমানায় মানুষের কাজ- খাদ্য- রোজগার নেই বলে অভিযোগ করলেন বিরোধী দলনেতা মানিক সরকার। তাছাড়া এদিন মানিক সরকার ত্রিপুরায় বিজেপি জোট সরকারের সমালোচনা করেন। কাজ খাদ্যের সন্ধানে রাজ্যান্তরিত হচ্ছেন মানুষ। পাশাপাশি এদিনের সমাবেশে সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি অভিযোগ করেন,বিজেপি সরকার ত্রিপুরায় ক্ষমতায় আসার পর ২২ জন সিপিএম কর্মী খুন হয়েছেন। সিপিএম অফিস আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে, নষ্ট করেছে। সিপিএম কর্মীদের বাড়িতে হামলা করা হয়েছে। তিনি বলেন, লালঝাণ্ডাকে কেউ মুছতে পারবে না। শুক্রবার থেকে শুরু হবে সিপিএম- র রাজ্য সম্মেলন। দুইদিন চলবে এই সম্মেলন।

Exit mobile version