জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বুধবার ডুকলি আর ডি ব্লকের অন্তর্গত আনন্দনগর দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে এন এস এসের সমাপ্তি অনুষ্ঠানে রক্তদান শিবির করা হয় ও ভবনস কলেজের সাত দিনব্যাপী এনএসএস ক্যাম্পের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের কারা ও অগ্নি নির্বাপক দপ্তরের মন্ত্রী রামপ্রসাদ পাল। এদিনের অনুষ্ঠানে মন্ত্রী রামপ্রসাদ পাল বক্তব্য রাখতে গিয়ে বলেন যে ছেলে সারাদিন বই নিয়ে বসে থাকে কিন্তু সমাজ এবং দেশের কাজে আসে না ছেলে আমরা চাই না, যে ছেলে শিক্ষার পাশাপাশি সমাজ এবং দেশের জন্য আত্মত্যাগ করতে প্রস্তুত আমরা সেই ছেলে চাই, এদিন মন্ত্রী রামপসাদ পাল কবির ভাষায় বলেন “বিধানের কলমের কালীর চেয়ে সৈনিকের রক্ত পবিত্র “। তাছাড়া এদিন মন্ত্রী রামপসাদ পাল আরও বলেন ছাত্র-ছাত্রীরা যেন শুধুমাত্র শিক্ষার দ্বারাই যেন মানুষ না হয় চরিত্র গঠনের দিক দিয়েও মানুষ হয়, কেননা যারা শিক্ষা অর্জনের পর দেশের স্বার্থে, মানুষের স্বার্থে, সমাজের স্বার্থে সবসময় এগিয়ে আসে এবং মৃত্যুবরন করতেও প্রস্তুত তাদেরকেই আমরা প্রকৃত মানুষ বলি বলে অভিমত ব্যক্ত করেন।