জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- মঙ্গঁলবার সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা জানাতে ‘ ইন্ডিয়া পোস্ট’ নামক এক বিশেষ প্রচ্ছদ প্রকাশ করলো শ্যাম সুন্দর কোং জুয়েলার্স। ‘ কলকাতার জিপিওর রটন্ডায়ে তিনদিনব্যাপী এই শীর্ষক এই অনুষ্ঠানটিতে মুখ্য অতিথি হিসেবে থাকবেন পশ্চিমবাংলার সার্কেলের চিফ পোস্ট মাস্টার জেনারেল সম্মানীয় জে চারুকেশী, কলকাতা জোনের পোস্টমাস্টার জেনারেল সম্মানীয় নীরাজ কুমার, বিশিষ্ট পরিচালক গৌতম ঘোষ ও সঙ্গীত শিল্পী অন্তরা চৌধুরী। এদিন প্রতিষ্ঠানের অন্যতম কর্নধার অর্পিতা সাহা জানান, ‘ আমাদের সংস্থা গুণগতমানের উপর নির্ভরশীল। বিভিন্ন সময় নানা রকম উদ্যোগ নিয়ে আমরা তা আনন্দের সঙ্গে উদযাপন করি।’ তাছাড়া সংস্থার কর্নধার রূপক সাহার কথায়, ‘ পণ্ডিত বিরজু মহারাজ, ড. এল সুব্রহ্মণ্যম ও উস্তাদ আমজাদ আলী খানের মতো কিংবদন্তিদের আমরা সর্বোত্তম সম্মানে ভূষিত করেছি। লতা মঙ্গেশকরের মতো এক অধ্যায়ের ওপর বিশেষ প্রচ্ছদ বের করতে পেরে আমরা ধন্য। সত্যি তিনি সর্বোত্তম- কাল, আজ ও পরশু।’