Site icon janatar kalam

শিক্ষার্থীর জ্ঞানের বিকাশে শিক্ষকের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ- রতন লাল নাথ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- এসসিইআরটি ত্রিপুরা কর্তৃক আয়োজিত প্রজ্ঞা ভবনে নয়া দিল্লি থেকে এনসিইআরটি দলের উপস্থিতিতে কেআরপি’র অধীনিস্থ ২.০ এর ৫ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। তাছাড়া এদিন শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বিতরণের জন্য প্রয়াস স্কিমের অধীনে SCERT কর্তৃক প্রস্তুতকৃত ওয়ার্ক বই উদ্বোধন করা হয়। এদিনের অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন প্রয়াস স্কিমের অধীনে SCERT কর্তৃক প্রস্তুতকৃত ওয়ার্কবই রাজ্যের সমস্তটা বিদ্যালয়ের প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের মধ্যে বিনামূল্যে বিতরণ করা হবে জানান এবং এই উদ্যোগ ছাত্রছাত্রীদের উপকারে আসবে যাতে ছাত্রছাত্রীদের সঠিকভাবে গাইড করে তাদের সেরাটা বের করতে পারবে বলে আশা ব্যাক্ত করেন। তাছাড়া এদিন তিনি আর ও বলেন শিক্ষা মানে জ্ঞানের বিকাশ আর এই বিকাশের প্রক্রিয়ায় শিক্ষার্থী ও শিক্ষক অঙ্গাঙ্গী ভাবে যুক্ত। শিক্ষার্থীর জ্ঞানের বিকাশে শিক্ষকের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। আর এই জন্য প্রয়োজন শিক্ষকের নিরন্তন নিরবিচ্ছিন্নভাবে নিজেকে উন্নত করার প্রচেষ্টা। এই উদ্দেশ্যেই রাজ্য সরকার NCERT -এর সহযোগিতায় শিক্ষকদের উন্নত মানের প্রশিক্ষণের ব্যবস্থা করছে। NCERT Curriculum চালু করার পর ২০১৯-২০ শিক্ষাবর্ষে প্রাথমিক ভাবে ১৭,৫০০ জন এলিমেন্টারি শিক্ষক-শিক্ষিকাকে অনলাইনে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। ২০২১-২২ শিক্ষাবর্ষে সেকেন্ডারি, প্রি-প্রাইমারি এবং প্রাইমারি শিক্ষকদের প্রাথমিকভাবে অনলাইনে প্রশিক্ষণ শুরু হয় বর্তমানে কোভিড পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় অফ-লাইনে অর্থাৎ ফিজিক্যাল মোডে প্রশিক্ষণ শুরু হচ্ছে। আমি আশাবাদী এই প্রশিক্ষণ শিক্ষকদের শিক্ষাদানে সহায়ক হবে এবং শিক্ষার্থীরাও উপকৃত হবে। পাশাপাশি, গুনগত শিক্ষা প্রদানে অন্যন্য ভূমিকা গ্রহণ করবে।

Exit mobile version