Site icon janatar kalam

আজাদী কা অমৃত মহোৎসবে আলোচনা চক্র

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন ফিল্ড আউট্ রিচ ব্যুরো কৈলাশহর শাখার উদ্যোগে আজাদী কা অমৃত মহোৎসব উপলক্ষে আয়োজন করা হয় এক প্রদর্শনীর।একইসঙ্গে করোনা বিধি নিষেধ ও সচেতনতা মূলক এক আলোচনা চক্রের আয়োজন করা হয়।ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমার কৃষ্ণনগর গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণনগর বিএম হাইস্কুলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারঘাট ব্লকের বিডিও ড: সুদীপ ভৌমিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষ্ণনগর গ্রাম পঞ্চায়েত প্রধান শিখা পাল। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকরায় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ডা: বিনীতা দাস, অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন ফিল্ড আউট্ রিচ ব্যুরো কৈলাশহর ও আগরতলা শাখার আধিকারিক এইচ কে চ্যাং এছাড়াও আলোচনা করেন কৃষ্ণনগর বিএম হাইস্কুলের প্রধান শিক্ষক রানু কান্তি দেব,|…. এখানে আলোচনার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্যুইজ কম্পিটিশন ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়,|… ক্যুইজ কম্পিটিশনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা |অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্র ছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয়,|.19 ফেব্রুয়ারি ফিল্ড আউট্ রিচ ব্যুরো কৈলাশহর শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের ভূয়শী প্রশংসা করেন কুমারঘাট ব্লকের বিডিও,|……… অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের মধ্যে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক বিতরণ করা হয়.|….. সামাজিক দূরত্ব বিধি মেনে অনুষ্ঠান পরিচালনা করা হয়,|………..

Exit mobile version