জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- সোমবার ১৮ নম্বর ওয়ার্ডের অন্তর্গত দুর্গা চৌমুহনী বাজার পরিদর্শনে যান এলাকার কাউন্সিলর অভিষেক দত্ত, পুর নিগমের মেয়র দীপক মজুমদার এবং পুর কমিশনার শৈলেশ কুমার যাদব। এদিন পরিদর্শনকালে বাজারের বিভিন্ন সমস্যা এবং বাজারকে কিভাবে আরোও উন্নতি করা যায়, সেই বিষয়ে অবগত হন এবং বাজারের ব্যবসায়ীদের সাথে কথা বলেন আগরতলা পুর নিগমের মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয় ও ড: শৈলেশ যাদব মহোদয়। এদিন এলাকার কর্পোরেটর অভিষেক দত্ত পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী এলাকা এবং এলাকার মানুষের উন্নয়নের স্বার্থে যা যা করনীয় তা অক্ষর অক্ষরে করবেন বলে সংবাদমাধ্যমের সামনে অভিমত ব্যক্ত করেন তিনি।