Site icon janatar kalam

যথাযোগ্য মর্যাদায় রাজ্যজুড়ে পালিত হলো মাতৃভাষা দিবস

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- সোমবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী শ্রী রতন লাল নাথ ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ১নং প্রেক্ষাগৃহে রাজ্যের মাতৃভাষার মূল অনুষ্ঠান উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ত্রিপুরা সরকারের শিক্ষা দপ্তর/তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং আগরতলাস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিন ভাষা শহীদ বেদির প্রতিকৃতিতে সবাই মিলে ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। এদিনের আলোচনাসভায় বক্তারা বাংলা ভাষার ঐতিহ্য ও গুরুত্ব তুলে ধরেন এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য ব্যাখ্যা করেন। আজকের এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে
উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র শ্রী দীপক মজুমদার, আগরতলায় বাংলাদেশের হাইকমিশনের সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক অরুণোদয় সাহা সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা। এদিন মন্ত্রী সুশান্ত চৌধুরী ত্রিপুরা সরকার ও আগরতলাস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানটির আয়োজন করার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

Exit mobile version