Site icon janatar kalam

ভাষা যেন হারিয়ে না যায় সেদিকে লক্ষ্য রেখে নিজের ভাষার পাশাপাশি অন্য ভাষা শিখে সমৃদ্ধ করতে হবে- রতন লাল নাথ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- মাতৃভাষা মাতৃদুগ্ধের সমান। সেই মাতৃভাষার আন্তর্জাতিক মঞ্চে স্বীকৃতি কিন্তু খুব পুরনো দিনের কথা নয়। যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ২১ ফেব্রুয়ারি, সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। এই দিনের ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে আমাদের পাশের দেশ বাংলাদেশের স্বপ্ন, তার জন্ম এবং অবশ্যই ঐতিহ্যের। কিন্তু সেই ইতিহাসে রয়েছে আত্মত্যাগ, নিরলস সংগ্রাম এবং হার না মানা মনোভাবের। সোমবার রাজ্যেও এদিনটিকে কেন্দ্র করে বাংলাদেশ সহকারী হাই কমিশন ও রাজ্য সরকারের উদ্যোগে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এদিন মাতৃভাষাকে সন্মান জানিয়ে বিভিন্ন জাতিগোষ্ঠীর লোক রাজধানীতে সুবিশাল মিছিলে অংশ নেই, মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে এসে শেষ হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ এবং বাংলাদেশ হাই কমিশনের আধিকারিকরা। এদিন শিক্ষামন্ত্রী সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন ৬ হাজারের উপর ভাষা রয়েছে সেগুলি হারিয়ে যাচ্ছে, তাই আমি যেমন নিজের ভাষায় কথা বলি ও ভাষাকে সমৃদ্ধ করি ঠিক একই রকমভাবে অন্যের ভাষা শিখে সমৃদ্ধ করা দরকার ভাষাগুলি যেন হারিয়ে না যায় সেদিকে লক্ষ রেখে। এদিনের অনুষ্ঠানে বিভিন্ন ভাষাভাষীর মানুষের উপস্থিত ছিল লক্ষনীয়।

Exit mobile version