Site icon janatar kalam

” ক্রীড়া যুক্ত, নেশা-মুক্ত ” রাজ্য নির্মাণের লক্ষ্যে: যুব শক্তিকে মাদকের অশুভ সংস্পর্শ থেকে মুক্ত রাখতে সরকার আপোষহীনভাবে কাজ করছে lমুখ্যমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- আজ সোনামুড়া প্রিমিয়ার লিগ উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। যুব সমাজকে পদার্থের অপব্যবহার থেকে দূরে রাখার পাশাপাশি খেলাধুলাও তাদের মধ্যে ধর্মীয় সম্প্রীতি বৃদ্ধি করে। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি ডঃ মানিক সাহা। এদিন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন ” ক্রীড়া যুক্ত, নেশা-মুক্ত ” রাজ্য নির্মাণের লক্ষ্যে সংকল্পবদ্ধভাবে যুব শক্তিকে মাদকের অশুভ সংস্পর্শ থেকে মুক্ত রাখতে সরকার আপোষহীনভাবে কাজ করছে l এই লক্ষ্য প্রাপ্তির পথে আরও গতিসঞ্চারে, দূর্গারুপী মাতৃ শক্তির সজাগ দৃষ্টিপাত ও ইতিবাচক দৃঢ় পদক্ষেপ অবশ্যক l প্রতি জেলায় অত্যাধুনিক স্টেডিয়াম, উন্নত ক্রীড়া পরিকাঠামোর বিকেন্দ্রীকরণ সহ আগরতলা কেন্দ্রীক রিং রোড থেকে প্রান্তিক এলাকা পর্যন্ত সমস্ত পরিষেবার সুফল বন্টনে গুচ্ছ পরিকল্পনা বাস্তব রূপায়নের পথে অগ্রসরমান l

Exit mobile version