জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- ত্রিপুরা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের উদ্যোগে এন এস আর সি সি তে স্টেট ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপ খেলার আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বর্মন, তথ্য-সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, ২০নং ওয়ার্ডের কাউন্সিলর রত্না দত্ত সহ আরো অন্যান্যরা। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগিতারা এসেছেন এবং তাদের মধ্যে উৎসাহ ছিল লক্ষনীয়। এদিন মন্ত্রী সুশান্ত চৌধুরী সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন রাজ্য সরকার যেমন বিভিন্ন দিকে উন্নয়নমূলক কার্যক্রমকে প্রাধান্য দিচ্ছেন, তেমনি খেলাধূলার মধ্য দিয়ে রাজ্যকে একটি সন্মানজনক স্থানে পৌঁছানো যায় সেদিকে লক্ষ রেখে রাজ্যের সরকার কাজ করছে বলে জানান। তাছাড়া এদিন তিনি আরও বলেন রাজ্যস্তরের বিভিন্ন খেলাধূলা এবং স্কিল যেসব খেলোয়াড়রা রয়েছে তাদেরকে কিভাবে রাজ্যস্তর থেকে জাতীয় স্তরে পাঠানো যায় সে বিষয়ে কেন্দ্র সরকারের সাথে আলোচনা চলছে ও কেন্দ্র সরকার এবিষয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বলে অভিমত ব্যক্ত করেন।