জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- চেচুয়া গ্রামে নবনির্মিত কৃষক জ্ঞান কেন্দ্রের উদ্বোধন করেছেন মাননীয় কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় শনিবার অম্পিনগর গোমতি ত্রিপুরার অধীনে চেচুয়া গ্রামে। স্থানীয় কৃষকদের সুবিধার লক্ষ্যে এবং স্থানীয় কৃষকদের সমস্ত প্রয়োজনীয় কৃষি পরামর্শ এবং সহায়তা প্রদানের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি বিভাগ চেচুয়া গ্রামে এই কৃষক জ্ঞান কেন্দ্রটি নির্মাণ করেছে। প্রতিবেদন অনুসারে, বিভাগটি চেচুয়া গ্রামে এই কৃষকদের অনুপ্রেরণামূলক কেন্দ্রটি তৈরি করেছে কারণ চেচুয়া গ্রামে প্রচুর সংখ্যক কৃষক রয়েছে যারা সম্পূর্ণরূপে চাষের উপর নির্ভরশীল। এখন থেকে এই কৃষকদের জ্ঞান কেন্দ্র স্থানীয় কৃষকদের উন্নত চাষ পদ্ধতি এবং ফসল কাটার বিষয়ে বিভিন্ন ধরনের কৃষি সংক্রান্ত সহায়তা এবং পরামর্শ প্রদান করবে। স্থানীয় কৃষকদের উদ্দেশে কৃষিমন্ত্রী বলেন, “আমরা সর্বদাই আধুনিক প্রযুক্তি ও প্রয়োগ গ্রহণ করে কৃষি খাতের উন্নয়নের কথা ভাবি। আমাদের কৃষক জ্ঞান কেন্দ্র স্থানীয় কৃষকদের মধ্যে ফসল সুরক্ষা ও উৎপাদনে উন্নয়ন করতে তৎপরতা ও সচেতনতা তৈরি করবে। এই কৃষক কেন্দ্রের দরজা স্থানীয় কৃষকদের জন্য সর্বদা খোলা থাকবে। এখানে কৃষি সংক্রান্ত যেকোন ধরনের পরামর্শ ও সহায়তার জন্য তাদের স্বাগত জানানো হয়। এখন থেকে স্থানীয় কৃষকরা এই কেন্দ্র থেকে চাষাবাদের জন্য আরও সুবিধা ও সুযোগ-সুবিধা পাবেন। ” আম্পি নগর শাখার সুপারিনটেনডেন্ট কোহিনুর দেববর্মা স্থানীয় কৃষকদের তাদের চাষের সুবিধার জন্য কৃষকদের জ্ঞান কেন্দ্রের সাথে যোগাযোগ রাখতে অনুপ্রাণিত করেছেন। অন্যান্য বিশিষ্ট অংশগ্রহণকারীদের মধ্যে উপস্থিত ছিলেন অমর পুরের বিধায়ক রঞ্জিত দাস, আম্পি নগরের বিধায়ক সিন্ধু চন্দ্র জামাতিয়া, স্থানীয় বিজেপি নেতারা, স্থানীয় কৃষক এবং আরও অনেকে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। স্থানীয় জামাতিয়া গ্রামবাসীরা বিভাগের এই উদার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং তাদের প্রশংসনীয় অবদানের জন্য কৃষি বিভাগকে ধন্যবাদ জানিয়েছেন।