Site icon janatar kalam

১৪ দফা দাবিতে বিক্ষোভ প্রদর্শন শিক্ষা বাঁচাও ত্রিপুরা রাজ্য কমিটির

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কেন্দ্রীয় সরকারের জণবিরোধী জাতীয় শিক্ষানীতি NEP ২০২০ এবং ত্রিপুরা রাজ্য সরকারের বৃত্তি প্রকল্প এর বিরুদ্ধে সর্বভারতীয় শিক্ষা বাঁচাও ত্রিপুরা রাজ্য কমিটি ইউনিটের উদ্যোগে আগরতলার শিক্ষা ভবনের সামনে ১৪ দফা দাবি নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এ দিনের বিক্ষোভে উপস্থিত ছিলেন সর্বভারতীয় শিক্ষা বাঁচাও কমিটির ইউনিটের সম্পাদক অসিত দাস সভাপতি ডঃ অলুক সৎপথী। এই দিন বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয় সাধারণ সম্পাদক বলেন কোন ধরনের সরকারি বিদ্যালয়কে বেসরকারি প্রতিষ্ঠান এনজিও এর হাতে তুলে দেওয়া চলবে না। রাজ্যে এন সি আর টি এর সিলেবাস চালু থাকা সত্ত্বেও ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ দুর্বল করে ঢালাও হারে সিবিএসসি এর হাতে সরকারি বিদ্যালয় তুলে দেওয়া বন্ধ করতে হবে পাশাপাশি সরকারি বিদ্যালয়গুলিতে সব ধরনের আউটসোর্সিং এবং চুক্তিভিত্তিক নিয়োগ বন্ধ করতে হবে। রাজ্যের ৪২৮২ টি বিদ্যালয়ে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক ও শিক্ষক-কর্মচারী নিয়োগ করতে হবে বলে দাবি রাখেন।

Exit mobile version