Site icon janatar kalam

পরিবেশের ভারসাম্যতা মাথায় রেখে কাজ করছে সরকার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বর্তমান রাজ্য সরকার শহর আগরতলাকে ঢেলে সাজানোর লক্ষে নানাবিধ পরিকল্পনা হাতে নিয়েছেন, তাছাড়া আমরা জানি পরিবেশের ভারসাম্যতা রক্ষার্থে গাছ একটি বিশেষ ভূমিকা পালন করে। তাই এদিকে লক্ষ রেখে আগরতলা স্মার্ট সিটি লিমিটেড ইকো-সিস্টেমের স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য প্রায় ২০০ টি পরিপক্ক গাছ না কেটে অন্যস্থানে পুনরায় প্রতিস্থাপনের উদ্যোগ নিয়েছেন রাজ্য সরকার। এই প্রথম আগরতলাতে, স্মার্ট সিটি এই রকম উদ্যোগ নিয়ে এয়ারপোর্ট রোডের কাজ করছেন। আগরতলা স্মার্ট সিটি গাছপালা ধ্বংস না করে পরিবেশগত ভারসাম্য বজায় রাখার মাধ্যমে উন্নয়নের পক্ষে কাজ করে যাচ্ছে। তাছাড়া প্রত্যেকটি রাস্তার ডিজাইন করার সময় প্রত্যেকটি গাছকে বাঁচানোর জন্য ডিজাইন লেভেল থেকে পরিকল্পনা নিয়ে গাছগুলিকে পুনরুদ্ধার ও প্রতিস্থাপনের উদ্যোগ নিয়েছে। তদুপরি, যেই গাছগুলিকে ডিজাইন ঠিক রেখে বাঁচানো যাবে না বা স্থানান্তর করা যাবে না সেই গাছগুলির জন্য আগরতলা স্মার্ট সিটি ফরেস্ট ডিপার্টমেন্টের সহযোগিতায় কম্পেন্সেটরি আফ ফরেস্টশন তথা ক্ষতিপূরণমূলক বনায়ন করার উদ্যোগ নিয়েছে।

Exit mobile version