জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বৃহস্পতিবার পরলোকে গমন করেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদারের স্ত্রী মিলনপ্রভা মজুমদার। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব প্রাক্তন মুখ্যমন্ত্রীর সহধর্মিনী মিলনপ্রভা মজুমদারের প্রয়াণে ভীষণভাবে শোক জ্ঞাপন করেন। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন মুখ্যমন্ত্রী হিসেবে প্রয়াত সুধীর রঞ্জন মজুমদার রাজ্যের স্বার্থে যে কৃতিত্বের স্বাক্ষর রেখেছিলেন তার সমান ভাগীদার ছিলেন তিনি। “অবলম্বন আপনাঘর” পরিচালনার মধ্যদিয়ে মিলনপ্রভা মজুমদার সমাজসেবায় যে অসামান্য অবদান রেখেছেন তা স্মরণীয় হয়ে থাকবে বলে অভিমত ব্যাক্ত করেন।